মাসরুব.কম এর পক্ষ থেকে আমি মাসরুবআপনাদের শুভেচ্ছা জানিয়ে কিছু বলতে চাছি।বলতে খুব খারাপ লাগতেছে, তারপরও বলতে হচ্ছে , Online জগতে আমরা বাংলাদেশীরা অনেক পিছিয়ে। এই পিছিয়ে থাকার পিছনে অনেক কারন রয়েছে । আমি তার মধ্যে ৫ টি কারন উল্লেখ করছি -
১। আমরা তেমন কিছু জানিনা। অথচ খুলে ফেলি একটা ওয়েব সাইট/ব্লগ। জানার তেমন চেষ্টাও করিনা। কারন, আমরা কপি পেষ্টে অভ্যস্ত। এটা দিয়েই চালিয়ে দেই। অনেকে আছেন কপি পেষ্ট করে নিজেকে ব্লগার ভাবেন। হাসি পায়। লেখার কোন ক্ষমতা নেই, অতচ তিনি নাকি ব্লগার? (মনে রাখবেন আপনি কতটুকু পড়েছেন তার উপর নির্ভর করবে আপনার লেখার ক্ষমতা । আপনি যত বেশী পড়বেন , তত লেখতে পারবেন।)
২। যাই হোক, কোন মতে একটা সাইট হয়ে গেলেই পরদিন থেকে ছুটি ইনকামের পেছনে। কারন আমাদের প্রদান উদ্দোশ্য হল টাকা ইনকাম করা। যেখানে প্রদান উদ্দোশ্য হওয়া উচিত সেবা প্রধান করা।
৩। নিম্ন মানের সাইট। এজন্য গুগল মামা এক্সেপ্ট করেনা। তাই ইনকামের জন্য লাগিয়ে নেই , নিম্ন মানের কিছু এড কোম্পানির এড।
৪। সাইট চালাই লেখা চুরি করে। আর টাকা ইনকাম করার জন্য ভিজিটরদের ডাকাতি করি। এটা বুঝতে কষ্ট হচ্ছে? সহজ করছি - কাউকে বাধ্য করে টাকা পয়সা উপার্জন করাই হল ডাকাতি। তাহলে ভিজিটরকে বাধ্য করে এডে ক্লিক করানোটা কি ডাকাতি নয়? মনে রাখবেন চুরি ডাকাতি কোন ধর্মেই অনুমতি নাই। তাছাড়া এতে ভিজিটর বিরক্ত হয়ে আপনার সাইট থেকে বেরিয়ে যাচ্ছে। হারাচ্ছেন ভিজিটর। আর ভিজিটর ছাড়া ইনকাম (চিন্তাই করা যায়না)।
৫। আমাদের প্রথম উদ্দোশ্য হল টাকা ইনকাম করা, সেবা দেওয়া নয়। (যেখানে আসল উদ্দোশ্য হওয়া উচিত সেবা দেওয়া। আর সেবা দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।)
কথাগুলো ভাল করে গুছিয়ে লিখতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। তবে একটি ওয়েব সাইট পরিচালনার ক্ষেত্রে উল্লেখিত ৫টি বিষয় মাথায় রাখলে, আমার মনে হয় আপনার সফলতার পথ কিছুটা সুগম হবে।
ধন্যবাদ সবাইকে।